কেরোসিন, ডিজেলের মূল্য পুনর্নির্ধারণ করা নিয়ে রুল হাইকোর্টের
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইনের বিধান অনুসারে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির (কেরোসিন ও ডিজেল) মূল্য পুনর্নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণে ২০১২ সালে বিইআরসির প্রস্তুত করা তিনটি প্রবিধানমালা চূড়ান্ত করার ক্ষেত্রে (গেজেট আকারে প্রকাশ) নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন চলতি মাসে ওই রিট করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
পরে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্যনির্ধারণে ২০১২ সালে বিইআরসি তিনটি প্রবিধানমালা প্রস্তুত করে। বিধান অনুসারে বিইআরসি এগুলো গেজেট আকারে প্রকাশ করবে, কিন্তু এখনো তা হয়নি। গেজেট আকারে প্রকাশে নিষ্ক্রিয়তা নিয়ে রিটটি করা হয়।