মাঠে লিভারপুলের সেরা খেলাটা দেখতে চান ডি ব্রুইনা
ইয়ুর্গেন ক্লপের ‘হেভিমেটাল ফুটবলের’ সুর-তাল-লয়ের কিছুই ঠিক নেই। গত মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়া দলটি এ মৌসুমে দেখছে মুদ্রার অন্য পিঠ। ৮ ম্যাচে ২ জয়, ৪ ড্র এবং ২ হারে ১০ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান প্রিমিয়ার লিগে ১০ নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে লিভারপুল পিছিয়ে আছে ১৪ পয়েন্টে।
লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে আর্সেনালের কাছে হারের পর তো ক্লপ নিজেই বলেছেন, ‘আমরা আর শিরোপা দৌড়ে নেই। এ মুহূর্তে আমাদের সমস্যা আছে। তবে (লড়াই) চালিয়ে যেতে হবে। যে অবস্থাতে এখন আছি, তাতে আমরা মোটেই খুশি নই।’
লিগের পারফরম্যান্স যাচ্ছে-তাই হলেও গতকাল চ্যাম্পিয়নস লিগে স্কটিশ প্রতিপক্ষ রেঞ্জার্সের বিপক্ষে লিভারপুল ৭-১ গোলের বড় জয় পেয়েছে। সম্প্রতি ছন্দে না থাকা মোহাম্মদ সালাহ যে ম্যাচে সোয়া ৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছেন। জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো।
একটি করে গোল এসেছে দারউইন নুনিয়েজ ও হার্ভে এলিয়টের কাছ থেকে। এমন বড় জয়ের পরও স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। কারণ, লিগে লিভারপুলের পরের ম্যাচ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে।
আগের মৌসুমে এই সিটির কাছেই শিরোপা দৌড়ে হেরেছিল লিভারপুল। তবে এ মৌসুমে সিটির শিরোপা লড়াই লিভারপুল নয়, হচ্ছে আর্সেনালের সঙ্গে। অন্তত মৌসুমের শুরুটা সেই ইঙ্গিতই দিচ্ছে। লিভারপুলের এই বাজে সময়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।
আর পাঁচজন লিভারপুলের সমর্থকের মতো তিনিও লিভারপুলের কাছে সেরা পারফরম্যান্স প্রত্যাশা করেন, ‘আমি মাঠে লিভারপুলের সেরা খেলাটাই দেখতে চাই। হ্যাঁ, লিভারপুল এরই মধ্যে কিছু পয়েন্ট খুইয়েছে, কিন্তু তারা এখনো লিভারপুল। মাঠে আপনি তাদের কাছ থেকে ভালোটাই প্রত্যাশা করবেন।’
সিটির সঙ্গে ক্লপের দলের একটা পার্থক্যও খুঁজে বের করেছেন বেলজিয়ামের এই ফুটবলার, ‘দল হিসেবে তারা অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়, আর সিটি অনেক বেশি ম্যাচ নিয়ন্ত্রণ করে। আপনি খেলাটি নিয়ন্ত্রণ করতে পারলে ম্যাচে আপনার সুযোগও বেশি আসবে।’