বিনা মূল্যে অনলাইন দোকান খোলার সুযোগ
পড়ালেখা বা কাজের পাশাপাশি অনেকেই বাড়তি আয়ের জন্য বিভিন্ন ব্যবসা করার পরিকল্পনা করেন। কিন্তু ব্যবসা শুরুর পদ্ধতি বা পণ্যের প্রচারের কৌশল জানা না থাকায় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। নতুন উদ্যোক্তা হতে আগ্রহীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ই-কমার্স প্ল্যাটফর্ম ‘লাট্টু’ (www.lattu.io)। প্ল্যাটফর্মটি কাজে লাগিয়ে যেকোনো ব্যক্তি ঘরে বসেই অনলাইন দোকান খুলে পণ্য বিক্রি করতে পারবেন। আজ বুধবার ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লাট্টুর মূল প্রতিষ্ঠান ডটলাইনের উপমহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ বলেন, ‘লাট্টুর মাধ্যমে সহজেই আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ হবে। প্ল্যাটফর্মটিতে বিনা মূল্যে নিবন্ধন করে যেকোনো ব্যক্তি অনলাইনে দোকান খুলতে পারবেন।’
লাট্টুতে অনলাইন দোকান চালু করা অর্থার স্বত্বাধিকারী নিতাই সরকার বলেন, ‘লাট্টুর প্ল্যাটফর্ম ব্যবহার করা খুবই সহজ। অর্থার অনলাইন ব্যবসাকে লাট্টু আরও এগিয়ে নিতে সাহায্য করছে। ফলে ব্যবসা পরিচালনার জন্য আমাকে বাড়তি বিনিয়োগ করতে হয়নি।’
লাট্টু কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্ল্যাটফর্মটির বিভিন্ন অনলাইন দোকানে নামীদামি ব্র্যান্ডের মুঠোফোনসহ ২৫ হাজারেরও বেশি পণ্য পাওয়া যাচ্ছে। পণ্যের বিভাগ নির্বাচন করে যেকোনো ব্যক্তি পছন্দের পণ্য দিয়ে নতুন দোকান খুলতে পারবেন। নিজেদের পণ্য বিক্রির পাশাপাশি চাইলে প্ল্যাটফর্মটিতে থাকা অন্য দোকানের পণ্যও নিজের দোকানে প্রদর্শন ও বিক্রি করা যাবে। অর্থাৎ, কোনো পণ্য বাজার থেকে সংগ্রহ না করে প্ল্যাটফর্মটি থেকে সংগ্রহ করা যাবে। এ পদ্ধতিতে পণ্য বিক্রি করলে দুটি প্রতিষ্ঠানই নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পাবেন। ফলে সবাই ব্যবসা করে অর্থ আয় করতে পারবেন।