লিডনিউজটুয়েন্টিফোর.কম,
বানিজ্য ডেক্স : উত্তর চট্টগ্রামের বানিজ্যিক প্রাণ কেন্দ্র বারইয়ারহাট পৌরসভার ফিরোজা ছালেহ সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন হয়েছে এজি এগ্রো ফুডস্ ও রসমেলা। রবিবার (১ অক্টোবর) সকাল ১০টায় ফিতা কেটে শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, বৃহত্তর ফেনী বালু ব্যবসাীয় সমিতির সভাপতি সোনা মিয়া মেম্বার, প্রতিষ্ঠানের স্বত্ত্বািধকারী হাজ্বী জুলফিকুল সিদ্দীকি, হাজ্বী মহসিন আলী, বারইয়ারহাট পৌর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ সহ বাজারের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজের গন্যমান্যরা।
‘ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ে ঈদ পূনর্মিলনী’
: সৈয়দ আবুল হাসনাত জিসান : মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের......